ক্ষুদ্র দু-একটি মানব বসতি থেকে সৃষ্টি হয় সভ্যতার। পানগুছি নদীর উভয় পাড় নিয়ে তেমনি ২৫ আগষ্ট, ১৯৯৮ সালে জন্ম হয় ‘‘গ’’ শ্রেনীভূক্ত মোড়েলগঞ্জ পৌরসভা। পৌরসভা প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকে পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সময়ের কালক্রমে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত ও শক্তিশালী করতে ২০০৪ সালে পৌর পরিষদের ১ম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পৌরবাসী তাদের পৌর পিতা হিসাবে নির্বাচিত করেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জনাব এ্যাডঃ মনিরুল হক তালুকদারকে । পরবর্তীতে ১ম পরিষদের মেয়াদ শেষ হওয়ায় আবারো ২য় পৌর পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২য় পৌর পরিষদ নির্বাচনে মোড়েলগঞ্জ পৌরবাসী পৌর পিতা হিসাবে ২য় বার মহান দায়িত্ব অর্পন করেন স্পষ্টভাষী,পরোপকারী,নিষ্টাবান উজ্জল ভবিষ্যত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব এ্যাডঃ মনিরুল হক তালুকদার,৩০ডিসেম্বর ২০১৫ ইং তারিখে তিনি ৩য় বারের মত পৌরপিতা নির্বাচিত হয়ে বর্তমানে তিনি পৌর পরিষদ পরিচালনা করে আসছেন।৩য় বারেরমত পৌরপিতা নির্বাচিত হয়ে তিনি ২৫-০৭-২০১৬ তারিখে পৌরসভাকে "খ" শ্রেনীতে উন্নীত করেন। তার বলিষ্ঠ নেতৃত্বে পৌরসভাটি মাত্র ১ বছর ২ মাসের মধ্যেই ১৮-০৯-২০১৭ ইং তারিখে "খ" শ্রেনী থেকে "ক" শ্রেনীতে উন্নীত হয়। তত্বাবধানে পৌরসভার নিজস্ব ভবন নির্মানকাজ শেষ হয়েছে। মোড়েলগঞ্জ পৌরসভার আয়তন ৬বঃ কিঃ। পানগুছি নদীর পূর্বপাড়ে ৮ ও ৯নং ওয়ার্ড অবস্থিত। উপজেলার মানুষের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য এখানে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা খাদ্য গুদাম। পৌরবাসীর শিক্ষা ব্যবস্থা প্রদানের জন্য রয়েছে ০৮টি সরকারী প্রথামিক বিদ্যালয়,০৩টি কিন্ডার গার্ডেন,০৪টি মাধ্যমিক বিদ্যালয় ,০৩টি বালিকা বিদ্যালয়,১টি সরকারী বালিকা বিদ্যালয়,০৩টি কলেজ,১টি মাদ্রাসা, ০১টি মহিলা কলেজ এর মধ্যে ঐতিহ্যবাহী সিরাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ এবং এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় । ঐতিহাসিক দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পীর কালাচাদ আউলিয়ার মাজার ,কুঠিবাড়ী নীলকুঠি ভবন এবং যার নামের জন্য এই উপজেলার নাম সেই ব্যক্তি রবার্ট মোড়লের স্মৃতিত্মম্ভ ইত্যাদি। মোড়েলগঞ্জ ছিল এক সময়ের এ অঞ্চলের ব্যবসা বানিজ্যের প্রাণকেন্দ্র । বৃটিশ বনিকরা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের মানুষেরা এখানে আসত ব্যবসা বানিজ্যের উদ্যেশ্যে। বর্তমানে পৌর পরিষদে মেয়র ও ১২ জন কাউন্সিলর রয়েছে,যারা সকলেই দক্ষতার সাথে পৌরবাসীর সেবা প্রদান করে আসছেন।
মোড়েলগঞ্জ ,বাগেরহাট ।মোড়েলগঞ্জ একটি ঐতিহ্যবাহী নদিবন্দর।এখানকার বাণিজ্য বৃটিশ আমল থেকে প্রশার ঘটছে। রাজধানী ঢাকার সাথে নদিপথে ষ্টিমার এর মাধ্যমে নিয়মিত যোগাযোগ থাকায় এখনকার বানিজ্য সম্ভাবনা খুবই ভাল। সরকার পৃষ্টপোষকতা করলে এটি আরও অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন করবে।
© 2021 All Rights Reserved by মোড়েলগঞ্জ পৌরসভা, বাগেরহাট